Header Ads

Breaking News

এ্যাসাইনমেন্ট লেখার নিয়ম – কিভাবে লিখবেন অ্যাসাইনমেন্ট?

এ্যাসাইনমেন্ট লেখার নিয়ম –  কিভাবে লিখবেন অ্যাসাইনমেন্ট?

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য এ্যাসাইনমেন্ট / অ্যাসাইনমেন্ট অত্যান্ত গুরুপ্তপূর্ণ বিষয়, কিন্তু অনেক ছাত্র-ছাত্রী আছেন যারা জানেন না, অ্যাসাইনমেন্ট/এসাইনমেন্ট কি? এবং অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম কি? আজকের এই শিক্ষামূলক পোস্টে আপনারা জানতে পারবেন অ্যাসাইনমেন্ট (এ্যাসাইনমেন্ট) কাকে বলে? এবং কিভাবে সঠিক নিয়মে অ্যাসাইনমেন্ট লেখা যায়।

এ্যাসাইনমেন্ট লেখার নিয়ম



এ্যাসাইনমেন্ট কিভাবে লিখবো?

এসাইনমেন্ট/অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম-কানুন

কিভাবে এসাইনমেন্ট লিখতে হয়?-

১। একটি কভার পেজ থাকবে, পেজটি ফর্মাল ডিজাইনের হলে ভাল হয়।

২। কভার পেজে সাবজেক্ট অনুযায়ী একটি লোগো থাকবে।

৩। কভার পেজে উপরের দিকে বড় স্পষ্ট বিষয় লেখা থাকবে, এটি অর্ধচন্দ্রাকৃতির হলে ভাল দেখাবে তবে সাধারন সোজা হলে কোন সমস্যা নাই।

৪। নিচের দিকে নাম, শ্রেণী রোল, বইয়ের নাম ইত্যাদি থাকবে।

৫। এসাইনমেন্ট এর লাস্টে একটি ফাকা সাদা পেজ থাকবে।

৬। আদর্শ এসাইনমেন্ট বিশেষ পলিপ্লাস্টিক মলাট দ্বারা বাধায় করতে হয়। (তবে ছাত্রছাত্রীদের এই বিষয়টি বাধ্যতামূলক নয়, পরে নির্দেশনা দেওয়া হবে এই বিষয়ে)

৭। এসাইনমেন্ট এর ভেতরের লেখার পেজে যথেস্ট মার্জিন থাকতে হবে।

৮। আদর্শ এসাইনমেন্ট একটি পেজের শুধু উপরে সাইট বা ডান সাইটে লিখতে হয়, বা পাশে লেখা ঠিক নয়, তবে লিখলে অসুবিধাও নাই।

৯। কোন একক বিষয়ে এসাইনমেন্ট ছোট লিখলেও ৭-৮ পৃষ্ঠার বেশি লিখতে হয়। আর আদর্শ এসাইনমেন্ট আরও বড় ২০-৫০ পেজও হতে পারে। তবে ছাত্র-ছাত্রীদের সিলেবাস নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বলে অযথা বড় করা ঠিক নয় তবে বিভিন্ন প্রশ্ন টপিক বড় ব্যাখ্যায় লিখতে হবে। এখানে ব্যাখ্যা গুলো মুখস্থ বা বইতে যা আছে তাই শুধু তা না লিখে নিজের মতামত চিন্তা গবেষণা ও উল্লেখ করা যাবে

১০। এসাইনমেন্ট সাধারনত স্টাইলিশ অক্ষরে লিখতে নাই, তাই স্পষ্ট ও সকল অক্ষরের যথাযথ সাইজ রাখার বিষয়ে স্বরণ করতে হবে।

১১। এসাইনমেন্ট এর তথ্যের উৎস যেকোন কিছু হতে পারে যেমন, বই, গল্পের বই, উপান্যাস, কাব্যগ্রন্থ, ইন্টারনেট ইত্যাদি হতে পারে কোন সমস্যা নাই, তবে হুবুহ কপি করা যাবেনা। উৎস পড়ে যা বুঝবেন সেটিই লিখতে হবে।

উপদেশ মুলক বানী কোন ব্যক্তি বা লেখকের কথা এখার সময় ডাবল কোটেশনে লিখতে হয়।

১২। এ্যাসাইনমেন্ট কাগজের এক পাশে লিখতে হবে। অর্থাৎ বইয়ের মত মেলালে লেখা শুধু ডান পাশে থাকবে। বাম পাশে থাকবেনা। মানে পৃষ্ঠার তলার পাশে লেখা যাবে না।

১৩। বড় বড় ক্ষেত্রে এসাইনমেন্ট হাতে লিখে মডেল তৈরি করে পরে হুবু সেটা টাইপ করে প্রিন্ট করে বাধাই করে জমা দিতে হয়। কিন্তু এখানে যেহেতু ছাত্রছাত্রীদের পরিক্ষার বিকল্প তাই নির্দেশ দেওয়া হয়েছে যে, ছাত্র ছাত্রীকে নিজ হাতে কাল বলপয়েন্ট দিয়া লিখতে হবে। অর্থাৎ প্রিন্ট করা যাবে না। হাতে লিখতে হবে।

১৪। নিজে নিজে খুজে বের করে লিখবেন।অন্য কেউ লিখে দিতে পারবেনা।



আরো যেগুলো খোজা হয়
 bd job today , New job circular, bd recent job circular, Job Circular সরকারী চাকরির  খবর,চাকরির খবর প্রথম আলো,চাকরির বাজার,আজকের চাকরির খবর,চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা,চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি,নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯,নিয়োগ বিজ্ঞপ্তি 2019,daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০১৯ ,bdjobs , bdjobs 24 , bd jobs today , ajker chakri , dhaka job , ঢাকায় চাকরির নিয়োগ , জব সার্কুলার , নতুন চাকরির বিজ্ঞপ্তি , সরকারী চাকরির খবর , Best Jobs site in bd , jobs circular bd , jago jobs, daily chakri , daily jobs ,



No comments